ভাল লাগে আজ, তারা ভরা রাত,
জোছনা মাখা রাত, পূর্ণিমার চাঁদ।
হারিয়ে যায় মন, দূর অজানায়,
কিযে আনন্দে নাচিয়া বেড়ায়।
মাতাল হাওয়ায় সে খায় যে দোলা,
নাচিয়া বেড়ায় যেন পল্লী বালা।
মনেতে রামধনুর রং লেগেছে,
তবে কি আজ মন প্রেমে পড়েছে?
ভাল লাগে আজ পাখিদের গান,
আরও মধুর লাগে নদীর কলতান।
বইছে শীতল হাওয়া নদীর তীরে,
গাইছে হৃদয় গান সবুজ ভিড়ে।
মন ছুটে যায় মোর, তার টানে,
ইচ্ছেরা ডানা মেলে আকাশ পানে।
প্রেমের সুর আজ হৃদয়ে বেজেছে,
তবে কি আজ মন প্রেমে পড়েছে?
ভাল লাগে আজ মেঘলা আকাশ,
রবির কিরণে শিশির ভেজা ঘাস।
প্রভাতের ঝিরি ঝিরি শান্ত হাওয়ায়,
হেলিয়া দুলিয়া মন নাচিয়া বেড়ায়।
প্রজাপতি উড়ে এসে বলেছে কানে,
প্রেমের ফুল আজ ফুটেছে মনে।
আহা কি আনন্দ হৃদয়ে লেগেছে,
তবে কি আজ মন প্রেমে পড়েছে?
"""""