থাকলে টাকা পূর্ন ভূবন
মিলবে সখা মিলবে স্বজন
সবটা তোমার হবে।
নেই তো টাকা সবই ফাঁকা
জীবন আধার মেঘে ঢাকা
নিঃস্ব তখন ভবে।  


মান-যশ সবি মিলে টাকায়
বুদ্ধি বিবেক শূন্য যে হায়
ইনসাফ গেল ডুবে।
মূর্খ-জ্ঞাণী, ভদ্র-কুজন
সাধু দরবেশ বন্ধু-সুজন
টাকার মোহে সবে।


টাকার তেজে হারায় গতি
মূর্খ লোকে হয় রে পতি
টাকায় কিনা মিলে?
টাকার তেজে বেশ জ্ঞানী
বকলে ফাঁকা তা হয় বাণী
হজম করি গিলে।


আল্লাহ, হরি সবাই ভজে
মনে মনে বিত্ত খোঁজে
ভুলে ধর্ম বাণী।
সত্য ঢেকে মিথ্যা বানায়
সত্য বলে মিথ্যা চালায়
লওগো বেটা মানি।


থাকলে টাকা সবি শোভন
বেজায় খুশি পড়শী স্বজন
সবাই ভালোবাসে,
টাকার মোহে ছিন্ন বাঁধন
টাকা ছাড়া সর্বে রোধন
দুঃখে রোদন হাসে।


টাকা ছাড়া শুন্য ভুবন
দূরে সরে যায় প্রিয়জন
টাকাই চেনে সবে।
পায় যত চায় আরও বেশী
টাকা পেলে সবাই খুশি
কি লাগে আর ভবে?