কহিলাম তা'রে, এক বসন্তের সকালে
এসো মোর ঘরে, করিব বরণ ফুলে।
কহিল সে মোরে, হেসে কানে-কানে,
সর্ব মিলে নারে বাছা, সতত সর্ব জনে।
কত যে ফিকির তাহারে করিতে আপন,
সাজিয়ে গুছিয়ে মধুর করিতে এ জীবন।
স্বপ্ন যত এঁকেছিনু মোর জীবনের তরে,
মিলেনি গো তাহার খোঁজ সে'দিনের পরে।
যাহারে আমি চাইনি রে, কোনদিনও ভুলে,
করিলে সে-ই আপন মোরে, নিজ দ্বার খুলে।
কহিল এসে মোরে, সতত থাকিবে পাশে,
ছেড়ে কভু যাবে না গো, সর্ব গেলে ভেসে।
জানি সে রাখিবে কথা করিবে না কভু পর ,
বেঁধেছে হৃদয়ে মোর, মস্ত একটা ঘর।
হৃদয় দহনে আমি ভুলে গেছি হায়,
ব্যাথায় জীর্ণ বুকে সুখ কারে কয়?
অশ্রু ফোয়ারা চোখে, শুধাই নিরালায়,
কে গো তুমি, আপন করিলে আমায়?
কহিল সে মোরে, সবই নসিবের লেখা,
সুখের দ্বারে ঠাঁই নাই যা'র, আমি তাহার সখা।