আমি মহাপাপ,
আমি অভিশাপ।
আমি ধ্বংস,
আমি নই সমাজের অংশ।
আমি কষ্ট,
আমি ভ্রষ্ট।
আমি পরিহাস,
আমি সবার মুখের উপহাস।
আমি কটুক্তি,
আমি বিরক্তি।
আমি কানাকানি,
আমি সমাজের যত হানাহানি।
আমি বিশৃঙ্খল,
আমি হলাহল।
আমি আপদ,
আমি মহাবিষাধর শাপদ্‌।
আমি পন্য,
আমি জঘন্য।
আমি নির্লজ্জ,
বসে বসে খুঁজি শুধু ভোজ্য।
আমি কর্কট,
আমি মর্কট।
আমি অশান্ত,
আমি মূর্খ বেশ বোকাকান্ত।
আমি সংকীর্ণা,
আমি ঘৃণা।
আমি জরাজীর্ণ,
জোটাতে পারিনা নিজ অন্ন।
আমি সংকট,
আমি লম্পট।
আমি কালি,
আমি স্বজনের চোখের বালি।
আমি ক্লান্তি,
আমি অশান্তি।
আমি যন্ত্রণা,
লোকে ভাবে আমি কুমন্ত্রণা।
আমি উদ্ধত,
আমি অবিদিত।
আমি নিশ-পিশ,
আমি লোকের চোখের বিষ।
আমি কটু,
আমি অপটু।
আমি হাহাকার,
আমি এত্তগুলো ডিগ্রিধারী বেকার।
আমি বেকার!
======================
মনের ক্ষোভে কবিতাটি লিখেছি, কেউ কষ্ট পেলে...........
আমি আন্তরিক ভাবে দুঃখিত; 😢😢