ঝিরিঝিরি এই বরষা সময়,
স্নিগ্ধতায় ভেজা মন-
মুগ্ধ চোখে মগ্ন আবেশ ,
পাতায় জলের নাচন।
চমকে ওঠা মেঘেদের ডাক,
ধোয়াশা আকাশ জুড়ে-
বাজে কি হৃদয়ে, গোপন রোদন,
বিমর্ষতার সুরে।
তবু ভালোলাগে,প্রকৃতির এই,
চৈত্র বারি ধারা-
এযে বৈশাখে, খরতাপে চাওয়া,
ছায়া শীতলের সাড়া।
ঝাপ্টা হাওয়ায় বিন্দু জলে,
ভিজেছে চোখের পাতা-
শীত শিহরণে পরশ মাখা,
বৃষ্টি স্নাত মৌনতা।
এমন দিনে হৃদয় হারায়,
সবুজ শ্যামল ছায়ে-
স্বপ্ন ডিঙি ভাসিয়ে দিলাম,
মন পবনের নায়ে।