৭১ থেকে ১৭ উল্টেছে সংখ্যা তবুও যুদ্ধ হয় না শেষ।
অভাগা অদৃষ্ট,আজো যুদ্ধরত,টিকে থাকার প্রাণান্তকর চেষ্টায়।
পরিবর্তনের সুফল কেড়ে নেয় অসুর।
নুতন বাগানের সদ্য নিংড়ানো মাটি ভিজে লাল হয়,
বিশ্বাসঘাতকের অপুষ্ট নোংরা হাতে উর্বরতা হারায় জমিন।
বদলে যায় স্বাধীনতার সংজ্ঞা আর শোষনের চরিত।
সোনার বাংলা স্বপ্ন হয়ে থাকে জনতার বুকে যুগেযুগে।
আজ আবার যখন আশার সুর্য উদিত,
কেনো যেনো তা খুব অচেনা মনে হয়।
দুর্বৃত্তের বীজ দুষন ছড়িয়েছে কি তবে?
আবার কি আস্তিনে লুকোনো সাপ হানবে ছোবল?
ভুলের পুনরাবৃত্তি কেনো শুধু বারংবার?
কেনো দেশপ্রেম হয়ে উঠেনা প্রধানতম হাতিয়ার?
চারিদিকে চাটুকার আর সুযোগসন্ধানী চোখ,
ক্ষমতার ছায়ায় ওৎ পেতে থাকা দুষ্টাত্মা,
বিত্তের পাহাড় গড়ে নিংড়ে সাধারনের অধিকার।
ব্যাবধান গড়ে দেয় মাটি আর মানুষে।
অসহায় জনপদ পায়না ছোয়া সস্তির,
ক্রমেই অপসৃত ভালবাসা আস্থা।
বাড়ছে দুরত্ব, ক্ষোভের জড় মেলেছে শাখা,
এখনই সময় ঘুরে দাড়াবার, শুদ্ধ চর্চার।
নয়তো হায়নারা খুবলে নেবে সব, রুদ্ধ হবে,
অমিত সম্ভাবনার এই পথ চলার গতি।
আবার হারাবে পথ সাধের বাংলাদেশ।