ক্লান্তি যেন এসে হানা দেয়
যে পথই চয়ন করা হোক
যে কাজেই হাত দেয়া হোক
সবই যেন ভুল আর অগণিত ভুলের মাশুল


কেন শূণ্যের তরে এত আবেদন?
কেন বোধশূণ্য হওয়ার পরও এত মায়া?
কেন ক্লান্ত পথ মাড়িয়া চলার পরও এত আশা?
কেন ভুলেও ভুলগুলো ফুরিয়ে যায়না?


আজ হৃদয় ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে
প্রাপ্তি আর তৃপ্তির মাঝামাঝি যে সন্ধিক্ষণ
তার কেন্দ্রবিন্দুতে আটকা পঁড়ে আছে
মনের সাবলীল সুক্ষ্ম গতিপথ


ক্লান্ত মন, ক্লান্ত ক্ষণ
ক্লান্ত দিন, ক্লান্ত সমস্ত আলোড়ন


৩১ শে অক্টবার '২০১৫ (রাত ২ঃ৩৭)