ভালোবাসা দিও নদীর স্রোতকে
ভালোবাসা ফিরে পাবে
গভীর সমুদ্রের ব্যাকুলতায়।

ভালোবাসা দিও আকাশের দূর নক্ষত্রকে
হৃদয় ভরাট হবে
মহাশূন্যের বিশালতায়।

ভালোবাসা দিও বর্ণিল প্রজাপতিকে
উড়ে উড়ে ভালোবাসা আসবে ফিরে
স্নিগ্ধ ফুলের শোভায়।

চোখের জলে আর মমতায়
যে ভালোবাসা বিলায়
সে তো কেবলি তৃষার্ত হয়।

২০০৩ ০৫ ০৯