দিগন্ত পেরিয়ে লাল পাহাড়ের ধারে
একটি ঘর বাঁধব, ঘর জুড়ে লাগাব হলুদ বাতি
রাতের আঁধারে জোছনাকুমারী হয়ে তুমি তারায় হারাবে
আর আমি হব রাখাল তোমায় পাওয়ার স্বপ্নে হারাব।
রৌদ্রনীলের মাঝে তোমার ঝলক আমায় রাঙিয়ে যাবে
মাঠের মাঝে যখন ক্লান্তি আসবে তুমি ছায়া দিও মেঘ হয়ে
বৃষ্টি হলে আছড়ে পড় আমার শরীরে যাতে মাটিতে স্পর্শ না লাগে
তোমার শরীর তো পবিত্র কেনো করিবে নোংরা মাটিতে গা ভাসিয়ে?
আচ্ছা আমি যদি আকাশের তারা হই আমায় নিবে সাথে?
মেঘ হয়ে পাড়ি জমাতাম তোমার নীল আকাশের শেষ প্রান্তে
বলো না নিবে আমায়? আর কত রাখবে আমায় একা জমিন তলে?
আমাকে তুমি কেনো চাও না বুঝিতে?
হলুদ বাতি কিনে রেখেছি আমি তোমায় ভালোবেসে।