দূর আকাশে হঠাৎ
মেঘের শামিয়ানা
আঁকিবে পাতালে হয়তো
বৃষ্টির আলপনা


গুড়ুম গুড়ুম শব্দে
বাজিবে বজ্র সানাই
প্রকৃতি করিবে স্নান
অঝর বাদল ধারায়


দল বেঁধে চল ছুটে
বর্ষার আঙ্গিনায়
সাঝঁ হলেও সাজিব মোরা
বৃষ্টির আলপনায়


জোর পবনে দূর বাগানে
দুলিবে গাছের দেহ
তাড়াতাড়ি চল,পড়িবে আম
কুড়ায়ে নিবে কেহ।


বল নিয়ে চল যাই
উজানতলীর মাঠে
কাদামাখা খেলা শেষে
আসিব পুকুর ঘাটে।


সাঁতারে সাঁতারে কাটিবে বেলা
সন্ধ্যে হলে ফিরিব ঘরে
মায়ের ঝাড়ি শুনিতে হবে
ভুগিব যখন সর্দি-জ্বরে।
চট্টগ্রাম