যুগেযুগে বিদ্রোহী হবো
তারেক হাসান


সময়ের ঘড়িতে সময় পাল্টায়
যুগ পাল্টায় বছর গুনে,
আমি বিদ্রোহের আগুন জ্বালাবো
সময় অসময়ের বনে।


আধুনিকতার নামে চলে ভণ্ডামি
এটা সভ্য সমাজের অবদান,
আমি দ্রোহের আত্মার কান্না শুনি
মন্দ আর দ্বন্দ্বের কে করিবে সমাধান।


আমি বিদ্রোহের মশাল জ্বালাবো আবার
নীরব থাকিবোনা আর,
দেখিতে চাইনা অর্ধ নগ্ন বোন আমার
দিনের আলোতে ধর্ষণের শিকার।


কোথায় তোমাদের সভ্য সমাজের আদালত
দেখাও চোখের সামনে ন্যায় বিচার
অন্ধ আইন বলে বলে দ্বন্দ্ব শিখাও
অন্ধ আইনে হবে বিচারকের বিচার।


যোগ্য লোকের, ভাগ্যে খারাপ
অসৎ লোকের সবকিছুতেই মাফ,
অপরাধীর অপকর্মে, ভয়ে কত চাপ
দাদা ভাইয়ের দোহায়ে ঢেকে যাচ্ছে পাপ।


দাদা ভাইয়ের মুখোশ খুলতে,
কঠিন হবো চাবুক হাতে,
দাবার চালে ঘুরবে শুধু
নিজে ঘরে ঘুম হবেনা কোন রাতে।


দিনে রাতে শ্রমিক মরবে গায়ে খেটে,
আবার লাথি তাহার পেটে,
ঘামের মূল্য নিবোই এবার ন্যায্য ভাবে
আন্দোলন চলবে এবার পথেঘাটে।


বিদ্রোহানল তাদের দিকে,অগ্নিজলে দিবো ছেঁকে,
সোজা পথের বাঁধা বেশি,সামনে এখন শনির রাশি,
ভন্ড সমাজ পন্ডু করে, নতুন ভোরের দেখবো হাসি।


আর শুনিতে চাইনা মায়ের করুণ চিৎকার
আবার জ্বালাবো বিদ্রোহের আগুন সভ্যতার বুকে,
হাতের তলোয়ার চলবে অসত্যের গর্দানে
আমি বিদ্রোহীই থেকে যাবো যুগযুগ সমাজের চোখে।