ভাবুক মূর্খ/
      তারেক হাসান/
পৃথিবী কেন এত বৈচিত্র্যময়,সবুজে আঁকা/
রাতের বেলায় আসে চাঁদ কেন সে বাঁকা?/
সূর্য আলো ছড়ায় দিনের বেলায় আলোকিত করে পৃথিবী/
এত আলো কোথায় পেল সে একাকী আকাশে।/


আমি একটু আলো চেয়েছিলাম দ্বার মিনতি করে/
বিশ্বাস ছিল দিবে আমায় একটু হলেও,
কিন্তু দেয়নি আমায়, মূর্খ বলে।/


তাঁরা জ্বলে মিটিমিটি, কেন তার ছুটাছুটি/
পাখা নেই, মেঘ কি করে শূন্যে উড়ে আপন গতিতে?/


পাহাড় পর্বত উঁচু নিচু হলো কি করে/
মূর্খ ভাবনায়, ভাবায় সদায় মস্তিষ্কের শিরায়/
মন তখন নীরবে খুঁজে খুঁজে অস্থির/
ঝরনাধারা কেন বাহির হয়!পাথরের বুক চিরে।/


এত সবুজের সমারোহ পৃথিবীর বুকে/
এত রং পেলো কোথায়! খুঁজি অপলকে,/
কত জাতের পশুপাখি প্রাণ আছে দেহে/
ভিন্ন ভিন্ন স্বভাবে,করে নিজেরা বিচরণ /
বনবাসী হলো কেন, কোন অপরাধে।/


কখনো একাকী ভাবি, কখনো সৃষ্টিকূলে/
কখনো ভাবনার শেষ খুঁজি শতদলে,/
আমার ভাবনার পথ হবেনা শেষ, ভাবুক মূর্খ বলে।/