পূর্ব-পশ্চিম আকাশে,ধোয়ার কুণ্ডলী ভাসে
ধ্বংসের অবলীলায়, হতাশায় পঙ্গু মানব,
এ কেমন সভ্যতা?


যদিও পারে তথাই কিছু
বিসর্জনে আত্নত্যাগের ভাষা
মুছিতে পারিবে না কেহ,আঁচলে বাধা
কাঙ্ক্ষিত সেই আশা।


ধুলোতে লুটিবে তাহা,ক্ষণিক তপস্যায়
তবুও করিতে দিবেনা তাহাই
নিষ্ঠুর পরাশক্তি ঈর্ষায়।


মহুক্ষণ ভাবিতে তখন
বৈকালী ক্ষণে বিজয়ের ধ্বনি
নীরবে সইবে ব্যর্থতা,
আগুনে জ্বালিয়ে পুড়িয়ে
ছারখার করিবে সব
এ কেমন সভ্যতা।