মায়া আজও ভালবাসে তোমাকে,এই পাগল ছেলে
ঠিক পাগলের মত,বসে থাকি সেই কড়ই তলায়
তুমি আসবে বলে,গাইতে পারিনা গান আগের মত
ভাঙ্গা সুরে তবুও গাই অপেক্ষার প্রহরে।
আমরা দুজনে মিলে যে গাছটি লাগিয়েছিলাম
জানো সে আজ অনেক বড় হয়ে গেছে
সেই কড়ই গাছটি, সবাই বলে মায়া কড়ই তলা
আর আমি বলি আমার ভালবাসার স্বাক্ষী।
মায়া তুমি কি সত্যিই ভুলে গেছ সব স্মৃতি?
না নিজেকে আড়াল করে রাখতে চাও
ভুলে যাওয়া মায়ার পার্থিব ছলে,
তুমি যদি বল ভুলে গেছ আমায়,ভুলে গেছ
অতীতের স্মৃতি,কেন আমায় পাগল সাজিয়ে
রেখেছ এ সমাজ আর আপনজনের কাছে।
মায়ার জালে জড়িয়ে, ছুঁড়লে তপ্ত বালুচরে
দুঃখ পাইনি মায়া আমি, পুঁড়ে প্রেমহীন অনলে
যদি তুমি না আস ফিরে ক্ষমা করে দাও
নিজেকে অপরাধী ভেবে ভেবে ক্ষান্ত হব।
মায়া আমায় মুক্তি দাও, বাঁচতে দাও
আর চাইবোনা মায়ার ভালবাসা কোন কালে
যদি তুমি ভাল নাই বাসো, তবে কেন
লোকে আমায় মায়া পাগল বলে।