আমি সেই স্বাধীন জীবনে ফিরে যেতে চাই
আমি ফিরে পেতে চাই আত্নার স্বাধীনতা,
ভুলে যাওয়া ভালবাসার সুস্থির জীবনে
যেখানে ছিল না ভালবাসা নামে কোন শব্দ।
যে সময় ছিলনা কোন তর্কবিতর্কের মহড়া
গভীর রাতে ফেরার ছিলনা কোন কৈফত, আমি আজ ক্লান্ত হয়ে গেছি হিসেব মিলাতে
যন্ত্রণাময় রোগে আক্রান্ত হয়ে ঘুম আসেনা চোখে।
কখনো নিজেকে অপরাধী করি প্রায়শ্চিত্তের দ্বারে
আবার অবোলার দিকে চেয়ে নিজেই কাঁদি
হজম করে ফেলি শত রাগ অভিমান।
কারণ সে যে ভালবাসে পাগলিনীর মত
কষ্টের হৃদয়ে ফোটায় ভালবাসার ফুল
ভুলে যাওয়া ভালবাসার বুকে মাথা রেখে
বারবার বলে, আমি ভালবাসি তোমাকে।
আমি কি করে ফিরাইব তারে শূন্য হাতে
কষ্টের সমাধিতে সমাহিত করে সব স্বাধীনতা
বুকের পাঁজরে বেঁধে ফেলি তারে,
ভুলে যাওয়া ভালবাসায়,বড় বেশি ভালবাসি
সময়ে ফিরে আসি ঘরে।