বল্কলের আড়াল থেকে সরে যাচ্ছে সমস্ত লজ্জা
যেন রাত শেষে প্রভাতের ঝলকানি।
এখানে সময় যেন মরশুমী দর্শক
অহর্নিশ কথামালাও যেন অনুরণিত শীৎকার
এসো পর্যটন হয়ে যাই
খাজুরাহো বা ভাষ্কর্যের কোণারক।