সাগরের তল থেকে,
নিয়ে আসা রঙীন ঝিনুক
আর কুড়িয়ে পাওয়া মিষ্টি পাখির পালক,
তোমার অঞ্জলীবদ্ধ দু-হাতে দিতেই,
এক গাল হাসি নিয়ে বললে,
এসব বড় প্রিয় আমার,
কিন্তু - তুমি জানলে কি ভাবে ?
মুগ্ধতায় চিক্ চিক্ করছিল তোমার দু-চোখ
আর হাসিতে ছিল
অনন্ত খুশীর উষ্ঞতার প্রবাহ ।
নিঃশব্দে সেই প্রবাহে ভেসেছিলাম,
যা তোমায় আজও বলা হয়নি ।