মোমবাতি তুচ্ছ নয়,
বরং কবিতার মতো সুন্দর ।
সে তিলে-তিলে শেষ হয়ে,
স্নিগ্ধ আলো ছড়ায়,
মন্দিরে, মসজিদে​, গীর্জায়​ ।
আবার প্রতিবাদে,
প্রতিবাদী আলো হয়ে জ্বলে,
যেন মশাল !


মোমবাতি জন্মে-জন্মে,
অন্যকিছু নয়,
শুধু মোমবাতি হতে চায় ।