পাহাড়ের বুক বেয়ে,
নেমে আসে নদী ।
সে যেমন​ চঞ্চল,
তেমন-ই অভিমানী ।
তার গায়ে নোংরা​ ফেলো না,
অভিমানে সে অন্তঃসলিলা হতে পারে !
দুঃখে-কষ্টে মজে মজে,
খাল-ও হতে পারে ।