হয়তো একদিন বলেছিলো,
যেতে চাই, যেতে দাও।
পাহাড়ও খুলেছিল খিল, মনের কপাট
গড়াগড়ি দিতে দিতে,
বুক বেয়ে নেমে এলো নিচে।
তারপর,
ছুটতে ছুটতে, ছুটতে ছুটতে,
গাঁয়ের পাশ দিয়ে চলে গেল,
কিছু দূরে পাশের বনে।
আর
ওখানে এসেই তো পথ হারালো!
চলে গেল, কোথায় গেল- কতদূর
তা কিন্ত,
আমি আজও জানি না।
শুধু জানি,
ও আমাদের ছোট নদী,
ওকে নিয়ে মুগ্ধ  আমরা,
আর ওর রূপে আপ্লুত দুপার,
যেমন এপার তেমনি ওপার।