শুকনো পাতাগুলো সবুজ হয়ে উঠুক,
শুকনো ফুলগুলো হোক না সতেজ,
আমি কণায় কণায় ভরে দেবো সুগন্ধ ।
ইচ্ছে তো করে,
সব পাখিদের ডানায়
এঁকেদি প্রজাপতির রঙ ।


এভাবে আসব বললে,
আমার পৃথিবী কেমন বদলে যায় -
রূপে আর গন্ধে ।


অথচ
দুপুর গড়িয়ে বিকেল,
বিকেল গড়িয়ে সন্ধ্যে,
আর অন্ধকার তো সবসময় বিভৎস ।
আমি রাতকে,
হাজারবার পোষাক বদলাতে দেখেছি ।


তবু
এভাবে আসব বললে,
শুধু অপেক্ষায়, এই রাত এই দিন,
এক করতে পারি ।