বুকের মধ্যে বরফ জমেছে
উথালপাতাল যৌবনের সেই ঢেউ নেই
তাল তাল হাড় হীম করা বরফ জমে আছে
প্রাণপ্রিয় স্বজনপ্রীতি চাপা পড়ে আছে
ওই বরফের নীচে-
দম বন্ধ হয়ে আসে প্রায়শই


মুখোস বন্দি আমাদের ভালোবাসা!
আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব, মুহূর্তেই পর
বাবা-মা, স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততি-
অধরা একটা দূরত্ব থাকবেই


নিশ্চল হবার অন্তিমে
দু'ফোটা নোনা জল
হৃদয়ের বাইরে হা-হুতাশ
সবই ক্ষণিকের


সারকথা
সব ব্যথা
নিজের বুকেই।



রচনাকালঃ ২৮/০৪/২০১৭