অনেক দিন হয়ে গেল
             কেমন আছ মা?
তোমায় ছাড়া থাকতে
             আর তো পারি না।
ছাত্রাবাসের নিয়ম কানুন
            এক্কেবারেই কড়া
প্রাচীর বন্দি সর্ব্বক্ষন
            পড়া-পড়া-পড়া।
বাড়িতেও তো পড়তাম
            শুনতাম তোমার কথা
তবে কেন আমার মনে
             দিচ্ছ এত ব্যথা?
ছোট্ট বোনটি কেমন আছে
            দেখতে ইচ্ছে করে
এখানে পড়ে থাকলেও
            মনটি আমার ঘরে।
এই তো সেদিন স্বপ্নেতে
            খেলছি বোনের সাথে
হস্টেল সুপার ভাঙালো ঘুম
            হাত-দরজার আঘাতে।
স্বপ্নও এরা দেখতে দেয়না
            পাইনা বোনের দেখা
এক্কেবারেই ভাল্লাগেনা
            এখানে আমি একা।
রাতের বেলা অন্ধকারে
             কেমন করে মন
মনে হয় বারে বারেই
              আমার পাশে বোন।
বিছানাতে এপাশ ওপাশ
              ঘুম আসেনা মোটে
বোন তো ভালই খাচ্ছে আদর
              আমার তা না জোটে।
তাতেও আমার দুঃখ নাই
               ভয় পেয়ে যাই তবে
আমার মতো বোনকেও কি
               হস্টেলে পাঠিয়ে দেবে?
না গো মা দোহায় তোমায়
               ধরছি তোমার পা
আমায় ছেড়ে থাকলেও
               বোনকে পাঠিয়ো না।
আমি তবুও সইতে পারি
              ও যে অনেক ছোটো
একটু বকলে ফুলিয়ে ফেলে
              ওর দুটি ঠোটও।
এমন কাজটি কোরোনা মা
               আমার ছোট্ট বোন
তোমাদের ছেড়ে হস্টেলে
              থাকবে কতক্ষণ!
বোনটি আমার এখনো কি
               দাদা-দাদা করে
আসার সময় দেখে এসেছি
              চোখটি জলে ভরে।
একটিবার এসো না মা
             ডাকো খোকা বলে
আমার খুবই ইচ্ছে করে
             ঘুমোতে তোমার কোলে।
ছাত্রাবাসের বেড়াজালে
             পাইনা কোন আলো
এর থেকে মাগো তোমার
             আঁচল অনেক ভালো।