রাজপথে উড়ে যায় রঙিন উল্লাস
কেঁদে-কেটে অস্থির নির্বাক বৃষ্টি
পাতা ঝরা বসন্ত শুষে নেয় যৌবন
ভালোবাসার অলিন্দে আলিন্দে
পঙক্তিহীন, রূচিহীন নির্যাস।


বৃষ্টিরা ঝরে ঝরে শুদ্ধ হয়
সবুজ সতেজ কচিপাতা জন্মায়
নির্দয় বসন্তের অপেক্ষায়।


ঝরে যাওয়া নিশ্চিত ভবিষ্যৎ
অতীত ও বর্তমান অগ্রাহ্য করেই
নির্বিচারে চলে যৌবনের হত্যা
দখিনা বাতাসে মৃত্যুর গন্ধ
দূষণের আলিঙ্গন করে আত্মসাৎ।


রচনাকালঃ ১৩/০৩/২০১৭