বন্ধুরা,
         সারা দিনের ক্লান্তি দূর হয় যখন সারাদিনের ব্যস্ততা আর দূশ্চিন্তা সরিয়ে রেখে আমরা সামিল হই কাব্য কথায়। ভার্চুয়াল জগতের দূরত্বকে উপেক্ষা করে  খুঁজতে থাকি মনের খোরাক, মানষিক বিনোদন। আর সেই তাগিদেই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন । একটা সম্পূর্ণ দিনের কিছুটা সময় যদি একটু কাব্যালোচিত হয় তাহলে ক্ষতি কি ? এই আসরে আমরা একে অপরকে কতটুকুই বা চিনি-জানি। কিন্তু কৌতুহল তো হয় সকলকে জানবার। তাই আজ  আসুন সকলে পরিচিত হই আজকের অতিথি কবির  সাথে । আসরে আজকের অতিথি হলেন আসরের প্রবীন সৌখিন কবি, আমাদের সকলের প্রিয় সুবীর কাস্মীর পেরেরা(বৈরাগী কবি)


           বাংলা কবিতা ডট কমের  সৌজন্যে প্রচারিত অনুষ্ঠান "অতিথি আলাপন"-এ কবিকে স্বাগতম । প্রিয় কবি বন্ধুরা, আসুন সকলে খুব কাছের থেকে চিনে নিই,  জেনে নিই  আসরের  উপস্থিত সকল কবিদের ভীড়ে সম্মিলিত এই কবিকেও ।

         তাহলে বন্ধুরা শুরু করা যাক অতিথি কবির সাথে আজকের আলাপন পর্ব...
============================================
১. নমষ্কার প্রিয় কবি। কেমন আছেন বলুন? কেমন চলছে আপনার লেখা-লেখি?
============================================
কবি সুবীর -
             নমস্কার। ভালো আছি। লেখালেখি আগের তুলনায় একটু কম হচ্ছে। হতে পারে এটা একটু ব্যস্ততার জন্য।


============================================
২. প্রিয় কবি,
আপনার জন্মস্থান, কর্মস্থান সম্পর্কে আমাদের আসরে কবিদের
যদি বলেন। আপনি আপনার নিজের কথা বলুন, মানে আপনার বাড়িতে কে কে আছেন? তারা কে কি করেন? আপনি কি করেন? ইত্যাদি, ইত্যাদি।
============================================
কবি সুবীর-
            আমার জন্ম গাজীপুরের কালিগঞ্জে। গ্রামের স্কুল নগরী সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয় থেকে নটর ডেম হয়ে তেজগাঁও কলেজ থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করি। কর্ম জীবনে প্রবেশ করি ১৯৯৬ সালে। মূলত: এনজিওতে কাজ করেছি। পরে একটি মানবাধিকার সংস্থায় কাজ করেছি চার বছর। ২০০৭ সাল থেকে প্রবাস জীবন। এখানে একটি বৃহৎ মেডিসিন কোম্পানিতে আছি (লেবার কাজ) । পাশাপাশি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়ে বাংলা সংস্কৃতিকে বিদেশের মাটিতে তুলে ধরার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছি। এখানে আমার একটি সাহিত্য সংগঠন আছে নাম মেরিল্যান্ড সাহিত্য ও সাংকৃতিক ফোরাম। অনিয়মিত সাহিত্য ও গানের আড্ডা চলে মাঝে মধ্যে।  সাথে আমার পরিবার স্ত্রী ও এক মেয়ের সংসার। স্ত্রী কাজ করে মেয়ে এইবার ফাইভ গ্রেডে উঠবে। এখানে সে নাচ ও বাংলা গান শিখছে।  দেশে আমার বাবা মা ভাই-বোন সবাই আছে। সবার যার যার কাজে ব্যস্ত। মা এখন অসুস্থ। বিছানায় শোয়া।


============================================
৩. আপনার কর্ম ব্যস্ততা সরিয়ে আপনি কিভাবে কবিতা লেখেন? আপনি কখন কবিতা লেখেন? কবিতার পাশাপাশি আপনি অন্য কি কি ধরনের লেখালিখি করেন? কবিতা লেখার ব্যাপারে আপনার কি কি অন্তরায়? আসরের নতুন কবি বন্ধুদের ভালো কবিতা লেখার কি কি টিপস দেবেন?
============================================
কবি সুবীর -
             কবিতা লেখার জন্য আগে কখনো আমি প্রস্তুত থাকি না। যখন ফেসবুকের পাতা উল্টাই তখন বিভিন্নজনের টাইম লাইনে নানান খবর চোখে পড়ে। যে খবরটি মনে দাগ কাটে তখন ভেতর থেকে একটা প্রতিবাদ বেরিয়ে আসে। এবং আমি চেষ্টা করি সেই প্রতিবাদটা কবিতার আকারে প্রকাশ করতে। আমার কবিতা লেখার নির্দিষ্ট কোন সময় নেই। অনেক সময় কাজের মধ্যে হঠাত করেই কবিতার প্লট তৈরী করে রাতে লিখে ফেলি।


       কবিতার পাশাপাশি স্থানীয় সংবাদগুলো করতে চেষ্টা করি। আমি এখানে দুটি পত্রিকার সাথে সরাসরি জড়িত আছি। এছাড়া প্রবন্ধ সেটা লেখা হয় মাঝে মাঝে। কারণ আগে প্রবন্ধটাই বেশি লিখতাম।
           কবিতা লেখার আমার প্রধান অন্তরায় হিসেবে বলব আমার কবিতা কথা ছন্দ,মাত্রা, আঙ্গিক সম্পর্কে সীমিত জ্ঞান। আমি নিজেকে কখনো কবি ভাবি না। মন থেকে আসে বলেই লিখি। জানি এটা কবিতার পর্যায়ে পড়ে না।


         যেহেতু জ্ঞান খুব কম তাই নতুনদের কিভাবে টিপস দিব? তার পরেও অল্পবিদ্যা ভয়ংকরির মত বল কবিতা লেখার আগে পড়াটা অনেক জরুরি। যেমন ফটোকপি মেশিনে সাদা কাগজ প্রিন্ট দিলে সাদা বের হবে, আর লেখা যুক্ত কাগজে লেখা। ঠিক তেমনই ইম্পোর্ট আগে পরে আউটপুট।


============================================
৪. আপনি কাউকে কবিতা লেখার ব্যাপারে উৎসাহিত করেছেন? আপনার প্রেরণায় কি কখনো কেউ এই সাইটে এসেছেন? আপনি কিভাবে অন্যের থেকে অনুপ্রেরণ আশা করেন?
============================================
কবি সুবীর -
            যখন আমার কর্ম জীবনে একটি যুব প্রত্রিকা 'যুবদৃষ্টি' র সম্পাদকের দায়ত্ব পালন করেছি , তখন অনেক নতুন মুখকে উত্সাহিত করেছি লেখালেখিতে আসার। অনেকে টিকে আছে, আবার অনেকে ঝরে গেছে। আর কবিতা আসরে বেশ কয়েকজন আছেন যারা আমার চেয়ে খুব ভালো লিখেন তাদের সাথে যখন আমার পরিচয় হয়, তাদের আমি এই সাইটে আসার অনুরোধ করি। তাদের মধ্যে অন্যতম আমার খুব প্রিয় কবি অহনা, কবি বিপুল, এবং অপূর্ব দা।


============================================
৫. আপনার কাছে কোনটি লেখা সহজ কবিতা না গল্প বা উপন্যাস? কবিতা লিখতে লিখতে আপনার কখনো কি মনে হয়েছে এর থেকে গল্প লেখা অনেক সহজ? কিম্বা কবিতা লিখতে লিখতে কোন গল্পের জন্ম হয়েছে কি?
============================================
কবি সুবীর -
              সব লেখাই সহজ আবার সব লেখাই কঠিন। তবে একেকজনের কাছে একেক রকম। আমি যেহেতু কবিতা লিখি তাই আমার কাছে কবিতা সহজ। আবার আমার কাছে উপন্যাস খুব কঠিন কারণ উপন্যাসে আমার বিচরণ নেই। আমার কাছে কখনো মনে হয়নি, গল্প লেখা সহজ। কবিতা অল্প কথায় বিশালতা প্রকাশ করে আর গল্পে বিশাল কোথায় অল্প কিছু বুঝতে চেষ্টা করে।
তবে কবিতা লিখতে গিয়ে একটি গল্পের জন্ম হয়েছিল ইটা সত্য। একজন লোক তার জীবনের কাহিনী বলতে গিয়ে আমাকে অনুরোধ করেছিল যেন তাকে নিয়ে গল্প লিখি। কিন্তু লিখলাম কবিতা যা এই আসরে পোস্ট করেছিলাম , নাম বিলাসীর জীবন। পরে এটাকে গল্পে রূপান্তর দেই।


============================================
৬. কবি হিসাবে পাঠকের মন জয় করার সহজ উপায় কি? আপনার মতামত? কবি না গল্পকার সহজেই পাঠকের মন জয় করেন? আপনার মতামত?
============================================
কবি সুবীর -
            কে জিভাবে পাঠকের মন জয় করবে সেটা নির্ভর করে তার লেখার ধরনের উপর। অনেকের কাহিনী নির্ভর কবিতা পাঠকদের মন জয় করে, আবার কেউ প্রেমের কবিতা আবার কেউ অনু কবিতা এমন ভাবে লিখে যা পাঠকদের ধরে রাখা খুব সহজ।
আমার মতে একজন কবি যেভাবে পাঠকদের মন জয় করতে পারে একজন গল্পকার সেভাবে পারে না। যেমন একটি প্রতিবাদী কবিতা দিয়ে সমাজ বদলানো সম্ভব কিন্তু প্রতিবাদী গল্প দিয়ে সেটা সম্ভব না।


============================================
৭. বর্তমানে এই অত্যাধুনিক স্মার্ট যুগে সুপ্ত প্রতিভা প্রকাশের ক্ষেত্রে
অন লাইন বিভিন্ন ব্লগ বা সাইটের ভূমিকা সম্পর্কে আপনার মতামত যদি আমাদের পাঠক কূল কে জানান তো খুব ভালো লাগে।
============================================
কবি সুবীর-
             ইটা সত্যি যে র্তমানে এই অত্যাধুনিক স্মার্ট যুগে সুপ্ত প্রতিভা প্রকাশের ক্ষেত্রে
অন লাইন বিভিন্ন ব্লগ বা সাইটের ভূমিকা অনেক। অনেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নীতি নতুন আবির্ভাবের অবতারণা করে নিজে উত্সাহিত হয়ে সেই কাজটি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার একটা সময় ছিল যখন আধুনিতার ছোঁয়া ছিলনা তখন প্রিন্ট মিডিয়ার কাছে নির্ভর করে থাকতে হয়েছে। যেমন একটি কবিতা পাঠালাম পত্রিকায় , একসপ্তাহ পরে দেখাঅলাম কবিতা চাপা হয় নাই , আবার পাঠালাম আবার একই অবস্থা এতে উত্সাহ হারিয়ে ফেলতাম। এখন সাথে সাথে কবিতা লিখে পোস্ট দিয়ে আবার সাথে সাথেই পাঠকদের ফিডব্যাক পাচ্ছি। এতে লেখার আগ্রহ আরো বৃদ্ধি পায়। সেই সাথে অন্যের লেখা তো নিয়মিত পাঠ করতে পারছি। শিখতে পারছি, জানতে পারছি।


============================================
৮. বর্তমানে প্রতিদিন নতুন নতুন কবি এই আসরে আসছেন ঠিকই তবে অনেক কবিই কিছুদিন লেখার পরেই এই আসরে তেমন আসছেন না বা আসলেও কবিতা পোস্ট করছেন না। এর কারন হিসাবে আপনি কি মনে করেন?
============================================
কবি সুবীর-
            সবার স্বাধীনতা আছে , আসা কিংবা চলে যাবার। আমার মতে অনেকে এখানে আসে , কবিতা প্রকাশ করে, আবার চলেও যায় হতে পারে সাইটি তাদের মনপুত নয়। আর সব কিছু সবার ভালো লাগবে এটা ভাবাও ঠিক না। আমার মনে হয় আমরা সবাই এতো কবিতা সাইটের সাথে যুক্ত যার কারণে সবাই বেশি মাত্রায় ব্যস্ত হয়ে পড়ছি। আমি এখানে আমাদের সাইটের কোন ত্রুটি দেখি না।


============================================
৯. যারা এই আসর ছেড়ে চলে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের চলে যাবার কারন হিসাবে আপনি কি মনে করেন?
============================================
কবি সুবীর -
              আমি তাদের বলব, যেখানেই যাবেন ভালো কিছু পাঠকদের উপহার দিবেন। আর যারা চলে যাবার তারা তো চলে যাবেই। অনেকে বলে আসর আগের মত নাই তাই কবিরা চলে যাচ্ছে। আমি এই মতবাদের সাথে ভিন্ন মোট পোষণ করি। এই আসর আগের চেয়ে গুণগত মান, সংরক্ষণ পর্দ্ধতি, নিরাপত্তা অন্যান্য সাইটের তুলনায় বেশ শক্তিশালী। ওই যে আগেই বলেছি আমরা সবাই নিজ নিজ ব্লগ নিয়ে ব্যতিব্যস্ত। তাই অনেকের নিয়মিত নয়, তার মানে এই নয় তারা চলে যাচ্ছে। তারা যাচ্ছে আসছে।


============================================
১০. এই আসর থেকে আপনার প্রাপ্তি ও অপ্রাপ্তি নিয়ে কিছু বলুন।
============================================
কবি সুবীর-
             আমার প্রাপ্তি বলে শেষ করা যাবে না। যদি জিজ্ঞাসা করা হয় মা-বাবাকে কেমন ভালবাসেন? উত্তর কি দেয়া সম্ভব? আমার তাই।
         না কোন অপ্রাপ্তি নেই। এডমিন যথেষ্ট উদার মনের মানুষ এই কারণে প্রতিন শত কবিতা পোস্ট হচ্ছে, অন্য সাইটে এমন পাবেন না।


============================================
১১.বাংলা কবিতার একাল ও সেকাল নিয়ে আপনার থেকে কিছু শুনতে চাই।
============================================
কবি সুবীর -
         জ্ঞান কম তাই প্রশ্নটা খুব কঠিন। আগেও যেমন ছিল কবিতা প্রতিব্দের, সমাজ পরিবর্তনের ও ভালবাসার ভাষা, ঠিক তেমনি এখনো সেই সুর লহরীতে চলছে। ও তবে কবিতা দিনে দিনে আধুনিক হচ্ছে বিবর্তনের যুগে পাঠকদের আরো বেশি আকৃষ্ট করেক চলেছে।  সেকালে কবিতা ছিল নিয়মের ঘরে বন্ধি , এখন তা হয়েছে উন্মক্ত এবং বোধগম্য।


============================================
১২. এই সাইটকে আপনি অন্য সাইটের তুলনাই কতখানি উতকৃষ্ট মনে করেন? কেন? সাইটের উন্নতিকল্পে এডমিনের ভূমিকা নিয়ে কিছু বলুন?
============================================
কবি সুবীর -
            অনেক অনেক উত্কৃষ্ট মানের। কারণ এখানে লেখার মান যথেষ্ট উন্নত। আলোচনার সভায় শিক্ষনীয় বক্তব্য। নিরাপত্তা, গুনি কবিদের সান্নিধ্য, মন্তব্য, আবৃত্তি আরো কত কি?
        তবে ইটা ঠিক মাননীয় এডমিন ভাই আগের চেয়ে সময় অনেক বেশি দিচ্ছেন এবং তাকে আরো বেশ কয়েকজন সহযোগিতা করে যাচ্ছেন। আমার মনে হয় সময়ই বলে দিবে সামনে আরো কি ভালো পদক্ষেপ নিলে ভালো হবে।


           শেষে তপন দাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এই অকবিকে অল্প জ্ঞানে সহভাগিতা করার সুযোগদানের জন্য। সেই সাথে ধন্যবাদ এডমিন ভাই ও আমার সকল কবি বন্ধুদের।


              বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষে উপস্থিত। আমাদের আসরের অতিথিকে এবার আপনারা প্রশ্ন করুন। আমাদের অতিথি কবি সুবীর কাস্মীর পেরেরা(বৈরাগী কবি)  তার যথাযত উত্তর দিয়ে আপনাদের সহিত আলাপ করবেন। আর ততক্ষণে আমরা একটু চা বিরতি নিই।