ঘুমন্ত শিশুর মুখের উপর একটা মাছি,
একটু বসেই ঘুরপাক খেল মাথার চারপাশ
কি যেন বিড় বিড় করে বলল
চোখে চোখে,কানে কানে।

জানালাটা খোলা ছিল,
চোখ পড়লো পাতা ঝরা গাছের উপর।
মুখো মুখি দুটি শালিক,
ভাব জমেছে খুব
শুকনো ডালের উপর।

বাইরের ফুর ফুরে বাতাস
ঘরের জানালার পর্দা ওড়ায়,
মাছিরা দেখায় ঘুমন্ত শিশুর
পবিত্র মুখ।
কী অপূর্ব যোগসাজশ!


রচনাকালঃ ২৭/০৩ভ/২০১৬