নির্বাক হৃদয়ে দাঁড়িয়েছিলাম
মুখোমুখি,
হৃদয়ের দূরত্ব আলোকবর্ষ সম।
ঠোঁটের ব্যবধান ছিলই না।
মুহুর্তের অতল
লালসা বিমুখতা অসাধ্য ছিল।


বসন্তের পাতা ঝরার মতো আমার শ্বাস-প্রশ্বাস
তপ্ত রক্ত ফেস-বুকে।
বুড়ো আঙুলের স্পর্শ
গুটিয়ে গেল সব পাতা।


পকেটমার হয়ে গেল
অমূল্য সম্পদ -
আমার ভালোবাসা।


রচনাকালঃ ১০/০২/২০১৬