আমার মৌনতা
তোমার পাতা ঝরানো
বসন্তেরকোকিল।

নিস্তব্ধতা কী পলায়ন!

রাতের আকাশ নিশ্চুপ
গাঢ় অন্ধকার,
তবুও আলোদেয় অসংখ্য তারারা।

বিদ্রুপের বিছানায় আদরের দাগ,
রক্তের ঊষ্ণতা যতই বাড়ুক
বসন্তোৎসব যতবার আসুক
রক্ত হোলি যতই খেল,
আমার মৌনতা ভাঙবে না কখনই।




রচনাকালঃ১২/০২/২০১৬