ঝুলে পড়েছে।
একেবারে নুইয়ে পড়েছে
মাথা তোলার শক্তি নেই।
দুমড়ে মুচড়ে...।


এক সময় কী প্রতাপ না ছিল!
কোন বাঁধার তোয়াক্কা করেনি,
ফুতকারে উড়ে গেছে সব বাঁধা-বিঘ্ন।


এই ঝুলে পড়া মুখ
বেঁকে যাওয়া মেরুদণ্ড
আর স্বাদ হীন দর্শন।
কত পথ যে বাকি, কে জানে...


রচনাকালঃ ০৪/০২/২০১৬