হৃদয়ের কথা শোনে ক'জন!
স্রোতের অনুকূলে ভেসে চলে খড়কুটো,
উজুসে কই দেখা যায়না মোটেই।
এই তো সেদিন,
বাজারের প্রকাশ্য দিবালোকে নারী লাঞ্ছনা দেখলাম,
নির্বাক সকলে-
আমিও।
যৌবনের ভাষা ভুলেছি কবেই।
এখন তো সংসারী।
বিপরীত মুখী রক্ত আর ছোটে না।
সবই এখন খড়কুটো।


রচনাকালঃ০২/০২/২০১৬