আমি ভালো আছি মৌ
কেমন আছো তুমি?
বৃষ্টির সেই পড়ন্ত বিকেলে এখনো কি অপেক্ষা করো
আমার জন্য।
আমি কিন্তু এখনো ভাবি এসব।
তোমার চোখেরজল আমার পথ ভিজিয়েছে মৌ।
জানি না তুমি কোথায় আছো-
তবুও লিখছি এই খোলা চিঠি,
উড়িয়ে দেব ফাগুনের বাতাসে
ঝিরঝির হাওয়া পৌঁছে দেবে তোমার কাছে।
তুমি জানতে চেয়েছো আমার বৌ কেমন আছে!
সে তো বিন্দাস!
মেয়েকে নিয়ে পারমানবিক সংসার তার
আর আমি শুধু অর্থের জোগান্দার।
না না আছেন আছেন-
বাবা মা দুজনেই এখোনো আছেন।
আমার প্রিয়া তাদের দুবেলা কেনা বেচা করে
ও এল এক্স-এ।
হয়তো সুযোগ পেলে আমাকেও....
তবে আমি বেশ সুখেই আছি।
তুমি ভালো থেকো মৌ।
সূর্যের মতো।


রচনাকালঃ২২/০১/২০১৬