কেমন আছো তুমি?
নিশ্চয় অপ্রত্যাশিত লাগছে?
ভাবছো এতদিন পর আবার উটকো ঝঞ্ঝাট!
জানি, ভাবলেও মুখে বলবেনা।
ক্ষণিকের জন্য হলেও ভালোবেসেছিলে যে!
তোমার সেই ময়নাকে দেখছিনা কেন?
আমাকে দেখলেই যে বলতো-
"বালো আচো, বালো আচো"
আমি আধো আধো গলায়
ওকে নকল করে বলতাম-
বালো আচি,বালো আচি,
তুমি ক্যামোন আচো,ক্যামোন আচো?
আমার মতো তাকেও কি তুমি...?
না না সেটা তুমি পারবে না,
ময়না যে তোমার প্রাণ!
প্রেমের খেলায় আমি হারলেও
ময়না তোমাকে ভীষণ ভালোবাসতো।
তোমার মনে আছে সেই যে,
যেবার তুমি জ্বরে পড়েছিলে,
সাত সাত দিন তোমার মাথার কাছ থেকে নড়েনি।
আমাকে দেখলেই,উড়ে আসতো,
আমার কাঁধে বসে কি যেন বলতো-
আমি তখন বুঝিনি তার ভাষা,
এখন বুঝি,
ময়নাকে বোলো,
আমি এসেছিলাম, তার কথা শুনতে।
তাকে বোলো-
আমি আমার কথা রেখেছি।


রচনাকাল: ০৪/১২/২০১৫