নমস্কার,
      আমাদের এই বাংলা কবিতার আসরের সদস্য (কবি ও পাঠক) সকলকে একরাশ প্রাণঢালা আন্তরিক শুভেচ্ছার সাথে শুরু করছি আজকের অনুষ্ঠান।


             অন্তবিহীন পথে চলাই জীবন। আর থেমে থাকা মানেই পরিসমাপ্তি। জগতের সমস্ত কালিমার বিলুপ্তি ঘটুক, আর আলোর দিশারী হয়ে উঠুক মানব-মননে শুভশক্তি। মানবতার জয়গান ধ্বনিত হোক দিকে দিকে।


                  বন্ধুরা, পৃথিবীতে প্রতি নিয়ত কত শত পরিবর্তন ঘটছে। আপোষ করে, মানিয়ে নিয়ে আমরা চলেছি সর্বদা। তবুও আমরা যে যার কর্ম  জীবনে প্রত্যেকেই অসম্ভব ব্যস্ততার মধ্যেই খুঁজতে থাকি মনের খোরাক,মানসিক বিনোদন। আর সেই তাগিদেই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন । একটা সম্পূর্ণ দিনের কিছুটা সময় যদি একটু কাব্যালোচিত হয় তাহলে ক্ষতি কি ? এই আসরে আমরা একে অপরকে কতটুকুই বা চিনি-জানি। কিন্তু কৌতূহল তো হয় সকলকে জানবার। তাই আজ  আসুন সকলে পরিচিত হই আজকের অতিথি কবির সাথে । আসরে আজকের অতিথি হলেন আসরের প্রবীন সৌখিন কবি, আমাদের সকলের প্রিয় কবি নাজমুন নাহার।


          বাংলা কবিতা ডট কমের  সৌজন্যে প্রচারিত অনুষ্ঠান "অতিথি আলাপন"-এ কবিকে স্বাগতম । প্রিয় কবি বন্ধুরা, আসুন সকলে খুব কাছের থেকে চিনে নিই,  জেনে নিই  আসরের  উপস্থিত সকল কবিদের ভিড়ে সম্মিলিত এই কবিকেও ।
সকলের উপস্থিতি ও অনুমতি নিয়েই শুরু করা যাক অতিথি কবির সাথে আজকের আলাপন পর্ব...


১.  নমস্কার কবি । কেমন আছেন বলুন?


২. প্রিয় কবি,আমরা আপনাকে নাজমুন নাহার হিসাবেই জানি, এটা কি আপনার আসল নাম নাকি ছদ্মনাম? অনেকেই আসল নাম (সার্টিফিকেটের নাম) ব্যবহার না করেই ছদ্মনাম ব্যবহার করেই লিখতে ভালোবাসেন । এ ব্যাপারে আপনার মতামত কি?


৩. আপনি আপনার নিজের কথা বলুন, মানে আপনার বাড়িতে কে কে আছেন? আপনি কি করেন? ইত্যাদি, ইত্যাদি।


৪.  "বাংলা কবিতা ডট কম"-এ আপনি কেন এবং কিভাবে  এলেন? মানে এখানে আপনার আগমনের ইতিহাস আমরা জানতে চাইছি।


৫. এত কিছু থাকতে আপনি কবিতা লেখেন কেন? মানে কবিতার সাথে আপনার এত প্রেম কেন? কবিতার পাশাপাশি কি আপনি অন্য লেখালেখিও করেন?


৬.আপনি কি মনে করেন কবিতা মানুষকে পবিত্র করে তোলে? একটা উচ্চ মানসিকতার মানুষ করে তোলে? আপনার মতামত ?


৭. আপনার ব্যস্তময় সাংসারিক জীবন কি কখনো কবিতার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে? আপনি ঠিক কখন কবিতা লেখেন?


৮. আপনার কোন কবিতার বই বা অন্য কোন বই প্রকাশিত হয়েছে কি? সে সম্পর্কে যদি আমাদের বলেন।


৯. আপনি কোথায় লেখেন? মানে খাতা বা ডায়েরীতে নাকি ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে সরাসরি আসরে? কিভাবে আপনি লিখতে বেশী স্বচ্ছন্দ বোধ করেন?


১০. আমরা অতীতেও  দেখেছি বর্তমানেও দেখছি কোন 'প্রতিবাদী বই' প্রকাশের ক্ষেত্রে একটা রাজনৈতিক দাদাগিরি থাকে কখনো কখনো, কোন রাজনৈতিক হস্তক্ষেপ কি কবির কলমকে থামিয়ে দিতে পারে? আপনি কি মনে করেন?


১১. বাংলা ভাষাকে বিশ্বের দ্বারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা সারা বিশ্ববাসী জানে। অনেকেই মনে করেন বাংলাদেশ না থাকলে বাংলা ভাষার অস্তিত্ব বিশ্ববাসী জানতো না। আপনি কি মনে করেন? এবং সেক্ষেত্রে এই সাইট বাংলা কবিতা উৎকর্ষের ক্ষেত্রে কতখানি ভূমিকা নিচ্ছে বলে আপনি মনে করেন?


১২. আপনার প্রিয় কবি কে বা কারা(আসরের বাইরে)? কেন প্রিয়? যদি বিস্তারিত বলেন।


১৩. আপনি ছন্দের নাকি আধুনিক গদ্য কবিতা লেখতে বেশি ভালোবাসেন?


১৪. আপনি অন্যের পাতায় কি নিয়মিত যান? মন্তব্য করেন? অন্যকে লিখতে কতখানি অনুপ্রাণিত করেছেন?


১৫. বর্তমানে আমরা একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে চলেছি, কবি হিসাবে আপনি সমগ্র বিশ্ববাসীকে কিভাবে শান্তির বার্তা প্রেরণ করবেন?


১৬. আপনার কি মনে হয় দুই বাংলার তরুণ কবিদের মেল বন্ধনে আমাদের এই সাইট বিশেষ ভূমিকা নিচ্ছে?


১৭.  এই আসরের একেবারে নবীন কবি (যারা সবে মাত্র প্রবেশ করেছে), তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?


১৮. প্রিয় কবি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষে এসে উপস্থিত, তাই আপনাকে শেষ প্রশ্ন করব আমাদের আসরের সবার প্রিয় এডমিন কে নিয়ে।
যদি আপনাকে বলা হয় আসরের উন্নতিকল্পে মাননীয় এডমিনকে দুটি প্রস্তাব দিতে, আপনি কি বলবেন?


        বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষে উপস্থিত। আমাদের আসরের অতিথিকে এবার আপনারা প্রশ্ন করুন। আমাদের অতিথি কবি সুখেন্দু মাইতি তার যথাযত উত্তর দিয়ে আপনাদের সহিত আলাপ করবেন। আর ততক্ষণে আমরা একটু চা বিরতি নিই।


      তাহলে কবি বন্ধুরা আর দেরি না করেই আপনার মূল্যবান প্রশ্নটি ছুড়ে দিন কবি নাজমুন নাহার এর সম্মুখে।