ধরিত্রী আবার শান্ত হল
       অসুর নিধন পর,
ছেলে মেয়ে সংগে উমা
       পূর্ণ হল ঘর।
পার্বতি তো আবার যাবে
       দিন ফুরালে চার,
কবে যেন আসবে আবার
       বিপুল প্রতিক্ষার।
এমন রীতি চলবে কেন
       মায়ের আসা যাওয়া,
একটি বছর পরে পরে
       চারটি দিন পাওয়া?
বদল চাই এমন রীতি
       মা থাকবে ঘরে,
সবাই মিলে বিপ্লব করো
       মায়ের পাবার তরে।
মা যদি থাকেন ধরায়
       সম্মান পাবে বোন,
মাতাল মস্তান অসুর সব
       যাবে বিসর্জন।


      
       রচনাকাল : ২১/১০/২০১৫