আলো আধারির খেলা অনেক খেলেছো
ভেঙ্গেছো আমার প্রেমোষ্ণ হৃদয় খানি,
মধু আহরণে বারংবার পুষ্পদলে ছুটেছো
ভ্রমর হৃদয়ের প্রাপ্তি ব্যর্থতা আর গ্লানি।
আলোক হীন মহাশূন্য গ্রহানুপুঞ্জ সম
চন্দ্রালোকে তৃপ্ত দীঘী উষ্ণ বারি হরণ
ধরনীর কোণে সে যে আড়ষ্টতার প্রেম
জোছনার সাথে একান্ত সম্ভোগে মরণ।


জনমে মরণে তবু সখা পাই যেন পরশ
শয়ণে স্বপনে  তোমারি আলতো ছোয়া,
আমারই হৃদয় মননে ধর্মে-কর্মে হরষ
অপূর্ণ কলসের সে বারি পরম পাওয়া।
ক্ষান্ত হও হে শ্রান্ত মনে মম মরণ সুখে
এসো হে সখে ধরা দাও  শূন্য এ বুকে।


রচনাকালঃ ২৪/০৯/২০১৫