গৃহের কোনে সন্তর্পনে
      জন্ম দিলে তুমি
দারিদ্রতাকে সঙ্গে নিয়ে
      আমার জন্মভূমি।
মা গো তুমি শত কষ্টে
      পালন করেছো মোরে
শিক্ষা দীক্ষা মানবতা
       তোমার সুখের ঘরে।
সারা জীবন কষ্ট পেলে
       সইলে কত আরো
নিজের উদর খালি রেখে
       মোদের হৃদয় ভরো।
সেই তোমাকে দেখছি মাগো
        আমার জন্ম হতে
আঁচল দিয়ে আগলে রাখো
        শীত ও বর্ষা রাতে।
কত তুফান এলো গেলো
        তোমার মাথার পরে
দু’হাত দিয়ে আগলে রাখো
        মোদের পর্ণ ঘরে।
তোমার ছায়ায় তোমার মায়ায়
        মানুষ হলাম মোরা
কোন দিকেই মাড়াইনি পথ
        তোমার আশীষ ছাড়া।
যখন তোমার শেষ বয়সে
        কষ্ট পেতে দেখি
হৃদয় ভেঙে টুকরো টুকরো
        কষ্ট কোথায় রাখি?
এখনোও যে দুঃখ খোঁজ
         আমার সুখের বাস
তোমার অশ্রু দু’ফোঁটাতেই
         আমার সর্বনাশ।
মাগো তুমি ভালো থাকো
         আমার হৃদয় চাই
তোমার বক্ষে সারা জ়ীবন
         পাই যেন মা ঠাঁই।


রচনাকালঃ ১৭/০৯/২০১৫