মাঝেই মাঝেই ভুলে যাই
চেনা রাস্তাও দিনের আলোকে,
ঘুমের মধ্যে ভুলে যাই স্বপ্ন দেখতে
বদলে যাচ্ছে রাস্তা...
বদলাচ্ছে বাড়ী-ঘর-পরিজন
অপরিচিত বালক এখন আর বলেনা
‘রাজা তোর কাপড় কোথায়’!
চলতে থাকি গন্তব্যের নিশানায়।


বাচ্চারা দোড়তে ভুলে গেছে আজ
সাইকেল, মোটর বাইকের টায়ার
ভীড় জমায় গ্যারেজে গ্যারেজে।
রাস্তারা বড়ো একা আজ
নেংটি পরা শিশুদের উচ্ছ্বলতা
টায়ার নিয়ে ছোটাছুটি দেখেনা সে।


তাই চেনা রাস্তাও অচেনা মনে হয়।


রচনাকালঃ ০২/০৬/২০১৫