কি হবে দীর্ঘায়ু হয়ে?
যদি ছবি না আঁকি
ফাঁকা ক্যানভাসে ছত্রাক জন্মায়।
কালিমা লিপ্ত মন
মৃত্যুর আশঙ্খা করে সর্বদা।
সুখের সময় স্বল্পায়ু।
আঠারোর সংগীত
আশির বিসর্জন।
তবুও মন মানেনা
শতায়ু লালসার মেঘ
জমে থাকে মৃত্যুর মধ্যে।
পরিহাস, উপহাস, সর্বনাশ
কপালের দোহায়,
জয় বিজয় স্বমহিমার আত্মকথন।
পরাজয় ভাগ্যের দোষ-
নিষ্ঠুর নিয়তির নির্মম খেলা।
বেঁচে থাকার প্রবল ইচ্ছা
আর জীবনের লুকোচুরি
রাত্রের শারিরীক চাহিদা...
এটাই কি জীবন, নাকি
তুলাযন্ত্রের বাটখারা?