বার বার কান পেতেও
শোনা যাচ্ছেনা স্পন্দন,
পাল্স নেই কব্জিতে।
স্টেথোস্কোপেও ধরা পড়ছে না
হাপরের ধুকপুকানি ।
থার্মোমিটারের পারদ নিশ্চল।
চোখের কোণে কালি স্পষ্ট,
আঁখি পল্লব উলটে ধরলে
জমাট বাঁধা অন্ধকার।



রচনাকাল : ১৪/০৪/২০১৫