কাগজে কলম ছোঁয়াতেই জন্ম নিল
অসংখ্য আত্মার অস্ফুট কান্না।
তৃষ্ণার্ত শিকড় বাসা বেঁধেছে ত্রিভুবনে।
আলো ও ধুলোর জটিল মিশ্রণে
শক্তি পেয়েছে শ্বাস রোধকারী ধোঁয়াশা।
ধোঁয়াশা বন্দি আত্মাদের তীব্র চিৎকার
চাপা পড়ে অর্ধ উন্মাদের উচ্ছাসে।
সেই চাপা পড়া আর্তনিনাদ আর
সর্বহারার বুকফাটা দীর্ঘশ্বাস
কলম প্রসুত শব্দ হয়ে ঝরে পড়ছে,
ঝরে পড়ছে নির্বাক কবিতার কান্না হয়ে।
দাউ দাউ করে জ্বলছে কবিতার হৃদয়।
ধোঁয়াশায় আটকে থাকা আত্মারা
দহন জ্বালায় আত্মাহুতি নয়
তারা ঝলসে ওঠে মৌন প্রতিবাদে।


রচনাকাল : ১২/০৪/২০১৫