অনেক কিছু বলার ছিল
আদ্যোপান্ত ইতিহাস,
লেখার ছিল প্রচুর
ব্যাথা, বেদনা, আর ক্ষতচিহ্নের।
কাগজ কলম নিয়ে
কতবার বসেছি রিক্ত হৃদয়ে।
ক্ষত বিক্ষত হয়েছি, বারবার।
গভির অন্ধকারে হারিয়ে গেছে
স্বর বর্ণগুলি।
হাতড়ে হাতড়ে খুঁজেছি
কলমের মাথা আর খাতা,
কতবার হাত বুলিয়েছি
পুরানো কবিতার গায়ে।
বলা হয়নি কোন কিছুই,
নিরেট অন্ধকারে মিশেছে
বন্দি কবিতার কাঁন্না।
ব্যর্থ পরাজিত সৈনিক আমি
অচল নির্বাক হয়ে পড়ে আছি
ব্যর্থতার পরিত্যক্ত যুদ্ধাঙ্গনে।



রচনাকালঃ ০৬/০৪/২০১৫