ধার্মিকেরা খুব অসহায়!
সংখ্যা লঘু...
তাদের ধূষর বার্তা
মুখ বন্ধে আটকে আছে।


ধর্ম যখন লাশকাটা ঘরে বন্দি
ভণ্ড গনৎকারের অংক
উদ্বিগ্ন বাতাসের মন্ত্র
যুদ্ধ বাঁধায়-
সত্যের খোঁজে।


অধার্মিকের চাকচিক্য বেশ
ধার্মিক কফিনের আস্তরণ।
পৃথিবী সর্বদা ন্যায়ের কল্যানে
সাফল্যের গতিরোধ করেনা।


ঈশ্বরের চোখ যখন জ্বলে উঠবে,
ধর্ম ঝুলি থেকে যখন
থোকা থোকা বিদ্রোহ বেরোবে,
বিপ্লবের মন্ত্রে মুখরিত হবে
নতুম মুগ্ধতায়।


রচনাকালঃ ০১/০৪/২০১৫