ইচ্ছে করে ছোট্ট হয়ে
         পাখির মতো উড়বো
কলঙ্ক সব মুছে ফেলে
         ডানা মেলে ধরবো।
ইচ্ছে করে একলা বসে
         রামধনু রং গুনবো
গাছের ডালে হেলান দিয়ে
         কুহূ কুহূ শুনবো।
ইচ্ছে করে মেঘলা দিনে
         মায়ের পাশে বসবো
কেরোসিনের কুপির আলোয়
         কঠিন অংক কষবো।
ইচ্ছে করে দল বেঁধে সব
         গোলাচ্ছুট খেলবো
কাঁচের গুলি কেনার তরে
         লক্ষ্মীর ঘট ভাঙবো।
ইচ্ছে করে পালিয়ে গিয়ে
         নিশিদিন কাজ করবো
ভালোলাগার প্রথম চিঠি
         লুকিয়ে লুকিয়ে পড়বো।
ইচ্ছে গুলোর ইচ্ছে থাকে
         পূরণ হয়না কিছু
বড়ো হলেও ইছেগুলো
          ছাড়ে না তো পিছু।


রচনাকালঃ ২৫/০৩/২০১৫