কিছু প্রশ্ন থেকে যায় তবুও
রামধনু রং-এ শব্দের বাহার
প্রশ্নের উত্তর অনুচ্চারিত।
কত অসহায় স্মৃতির রক্ত রাগ!
তবুও নাছোড়বান্দা
উত্তরের খোঁজে পাড়ি দেয়,
শত সহস্র আলোকবর্ষ।
গুহা থেকে বেরিয়ে আসে
আদিম সভ্যতার ভাষা,
সেই ভাষার অস্ত্রোপচার চলছেই
শাড়ীর আঁচল দীনতার রুপ!
উত্তেজনাহীন আদিমতা।
তবুও থেকে যায় বিধবার রং
গোমরা মুখে কেঁদে ওঠে
ফুৎকারে ফুরানো গোধূলী।
হাজার হাজার ওয়াটের বাল্বের আলোয়
প্রশ্ন থেকে যায়-
কী সূচীভেদ্য অন্ধকার!
ইঁদুরের সুদিন, পেচার দূর্গতি
এতো আলো সহ্য হয় না তার।
দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে
চৌমাথার পাথরের মূর্তি
তার নীচে পশ্চাতের বাম পদ-
উচু করে কর্মসারে সারমেয়।
তবুও প্রশ্নেরা অবিচল।


রচনাকালঃ ২৭/০৩/২০১৫