সারাদিনের পথ চলার পর
ক্লান্ত শরীরে ঘরে ফেরা,
বুকের ভেতর আগুনের উদ্দাম নৃত্য
ঢেউ তুলে হাসতে থাকে,
চুড়ান্ত মুহুর্তের জন্য।


সংবেদী তরঙ্গে-
বেয়ে চলে নদী-
মোহনার দিকে।
নিস্তব্ধ অন্ধকারে গতি পেয়ে যায়
ছলাৎ ছলাৎ শব্দ।


উসকে দেওয়া আঁচের
আগুনের মতো জ্বলে ওঠে ঠোঁট।
আলনায় ঝুলিয়ে রাখা
সারাদিনের ক্লান্ত পোষাক
নড়ে ওঠে-
মাতালের মতো টলতে থাকে
রুদ্ধশ্বাসের তালে তালে।



রচনাকালঃ ১৪/০২/২০১৫