বাংলা মা,
কেমন আছ তুমি?
আমরা তোমার নির্বোধ সন্তান।
তোমার প্রতি মাঝে মধ্যে বিমুখ হই,
তোমার অপার করুণা-
তাইতো তুমি শৈশবের মুখে
প্রথম শব্দে এসেছিলে-মা!
মা-ডাকের অপার্থিব মহিমা!


মা-গো,
আজ বড়ো অবহেলা করছি তোমায়,
জানো মা, নতুন করে বানিয়ে নিচ্ছি তোমাকে
মা-থেকে মাম্মি...
বড়ো বড়ো শহরে টাইট-ফিট বাঙালী
তোমার রূপ-সৌন্দর্য্যকে মাড়িয়ে
একে অপরকে দেখে বলে ওঠে-
হ্যালো! হাই!


অথচ তোমার সম্মানার্থে,
তোমার মহিমাকে বিশ্বের দ্বারে পৌছে দিতে
কতো সন্তান বলী প্রদত্ত হয়েছে।
এখনো রক্তের দাগ মোছেনি।


আমরা তোমার অবোধ সন্তান
তাইতো নিজের সন্তানকে পড়াচ্ছি
ইংলিশ মিডিয়ামে-
শেখাচ্ছি বাপি-ড্যাডি-মাম্মি...
এটা তো পরিবর্তনের যুগ!
এটুকু তোমাকে মানিয়ে নিতেই হবে,
তুমি যে মা!