'অমানুষ’ এর ন্যায় বললে কথা
পাবে না ‘মান সন্মান’
‘ঘরে বাইরে’ থাকবে যখন
সইতে হবে ‘অপমান’।
‘রজনী’তে পড় যদি ‘পথের পাঁচালী’
‘প্রতিকার’ এর কথা আমরা সবে বলি।
‘পন্ডিত মশায়’ থাকতেন যদি বলতেন ওরে ‘কংস’
‘জলসা ঘর’এ আর নয়’দেবদাস’ হল ধবংস।
‘অপুর সংসার’ এবার হবে’জামাইষষ্ঠী’র দিন
‘আলিবাবা’ বলল তখন ‘শকুন্তলা’ ‘চরিত্রহীন’।
‘হীরক রাজার দেশে’ ‘রাত ভোর’ হল
‘আবিস্কার’কে করলো অ্যাটমবোমা বল
‘গুপি গাইন বাঘা বাইন’ সবই রইল পড়ে
‘ঘর সংসার’ নিয়ে সবাই চিন্তা করে মরে।
‘প্রাণের চেয়ে প্রিয়’ বলে তোমায় ভালবাসি
‘মন মানে না’ তাইতো মোরা প্রেম করে বসি।
‘দোলন চাঁপা’ নামটিতে বাজে ‘হারানো সুর’।