মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে,
অসহায়, দূর্বল এক ক্ষুদ্র জীবন।
কখনো কখনো পা’দুটি পাথর হয়ে যায়।
পাষান সোপান বেয়ে গলগল করে
বেরিয়ে আসে জীবন বায়ু।
মন্দিরের ঘন্টার ধ্বনির সাথে বাজতে থাকে
মৃত্যুর নিনাদ।


অসহ্য যন্ত্রণা উঁইপোকার মতো
কুরে কুরে খায় সারাটা দিন।
হাজার হাজার ছায়ারা প্রশ্ন করে
আমার বেঁচে থাকার কারণ
জানতে চাই তারা!
আমি মূক, আমি নির্বোধের মতো
দাঁড়িয়ে থাকি,নিশ্চল-নিশ্চুপ।


প্রতিটি দিন আঁচড় কাটে
আমার হৃদয়ের অলিন্দে অলিন্দে।
ফিকে হয়ে আসে রক্তের রঙ।
ঝাপসা হয়ে আসে দৃষ্টি।
তবুও আমি আপ্রাণ চেষ্টা করি
বেঁচে থাকার জন্য।
সুখের জগতে বিচরণ করার জন্য।