আমি ক্লান্ত, অবশ্রান্ত এক যাযাবর
পথ ভ্রমে এদিক ওদিক...
তারপর,এসেছি সাগর কিনারে।
ঊষর-ধূষর বালুকাময় মরভুমি
পদপিষ্ঠ করে,
আজ আমি শ্রান্ত।


তাকে খুঁজে চলেছি আজীবন-
কখনো পেয়েছি কখনোবা পাইনি,
যা পেয়েছি তা চাইনি, যা চেয়েছি...?


ব্যার্থ আমি বারবার খঁজে ফিরি তাকে
পাহাড়ের পাদদেশ থেকে সাগর সৈকত
ভাবি, একবার দেখা পেলে জড়িয়ে ধরবো
গভীর আলিঙ্গনে...


স্বপ্ন দেখি, ভোর হয়,
তারপর আবার একটি পথ চলার দিন
আবার যুদ্ধ, আবার প্রতারণা নিজের সাথে।
আবার খুঁজি তাকে ...
পাইনা...চাইনা...সয়না।
বড় একা লাগে যখন মুদিত নয়নে থাকি।
যাদের দেখি তারা কি মানুষ!
নাকি, মানুষের চেহারার অন্য কোন
দ্বি-পদ প্রাণী!


খুঁজে পাইনা তাকে!
স্বপ্ন দেখি সারারাত, সুখের স্বপ্ন!
রাতের পরে আবার অপেক্ষা করি
অপেক্ষা করি আবার একটি দিনের
অনন্ত চলমান প্রতারণার দিন।
আবার নতুন উদ্দ্যোমে খুঁজবো তাকে
আবার খুঁজবো তরতাজা  মুঠো মুঠো সুখ।