আমি আসবো-
আমি আসবো কোন এক
অমাবস্যার রাতে।
শান্ত, গভীর, কালো দীঘির জলে
পড়বে আমার প্রদীপ শিখার প্রতিচ্ছবি।
তুমি চমকে উঠনা যেন-
তাকিয়ে থেকো
ঐ পদ্ম ফোঁটার শীতল দীঘির পানে।


তোমার উদার প্রেমের ক্যানভাসে
আমার অমোঘ চলাচল।
তোমার প্রতিটি তুলির টান
আমার অতৃপ্ত মাংসপেশী।
প্রতিটি রং আমার-
অশ্রু-রক্ত-ঘাম।


তোমার আঁকা চিত্রপট
যেদিন শোভা পাবে কোন গ্যালারীতে
জনে জনে প্রশ্নংসায় ভরিয়ে দেবে
তোমার হৃদয়...
সেদিন একবার
শুধু একবার আমার কথা ভেবো।


অমাবস্যার পরে সূচীভেদ্য অন্ধকারে
যখন একফালি চাঁদ উঁকি মারে আকাশে
তখন ঐ চাঁদের আলোয় আর আমার প্রদীপ
মিলেমিশে একাকার।


সেই পূন্য তিথিতে
আমি থাকবো তোমারই পাশে
তুমি শুধু একবার-
একটি বারের তরে,
আমার নাম ধরে ডেকো-
তোমার ভাবনা
আমার স্বর্গলাভ।


রচনাকালঃ ০১/১২/২০১৪